দেশ জুড়ে বুধবার পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্ম জয়ন্তী দিবস। ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দিবস সেই উপলক্ষে দেশ জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিবস।
সেইমত বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলের ডাঙ মহিশিলা গ্রামে তে এক স্বেচ্ছাসেবি সংস্থা দোসরের উদ্যোগে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পালের সহযোগিতায় ফুটবল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয় সাথে বাড পোস্টের উদ্বোধন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা: অশোক রায়,নিলয় গাঙ্গুলী,জয়ন্ত গোস্বামী, সোমনাথ মণ্ডল, বিক্রম মণ্ডল সহ বিশিষ্ট গুণীজনরা।
Post Views: 87