Dastak Jo Pahunchey Har Ghar Tak

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

*ফের হাতির হানায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক মহিলার, এলাকায় আতঙ্ক*

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email
ASANSOL DASTAK ONLINE DESK

ASANSOL DASTAK ONLINE DESK

ফের হাতির হানায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। বন দফতর সূত্রে জানা গেছে মৃতের নাম বাসন্তী মন্ডল। গতকাল রাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খাঁড়ারি গ্রামের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবীতে সরব হন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জে ২ টি হাতি রয়েছে। এর মধ্যে ১ টি পাবয়া ও ১ টি সাহারজোড়া এলাকায় রয়েছে।

এছাড়াও গঙ্গাজলঘাটি এলাকায় ৪ টি হাতি রয়েছে। গতকাল রাতে ওই ৪ টি হাতির দল আচমকাই বাঁকুড়ার বড়জোড়া ব্লকের খাঁড়ারি গ্রামে ঢুকে তান্ডব চালাতে শুরু করে । হাতির হানায় বেশ কয়েকটি বাড়ির পাঁচিল ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়দের দাবী ঘরে ঘুমন্ত অবস্থায় হাতির হানায় বাড়ির পাঁচিল ধসে পড়ে বাসন্তী মন্ডলের উপর।

ঘটনার খবর পেয়ে বন দফতর রাতেই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়িয়ে আহত বাসন্তী মন্ডলকে উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আজ ভোরে সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান বাসন্তী মন্ডল নামের ওই গৃহবধূ। হাতির হানায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবী দ্রুত এলাকা থেকে হাতিগুলিকে সরানো হোক। নাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে।